|
প্রিন্টের সময়কালঃ ০৪ নভেম্বর ২০২৫ ০৬:৩৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৫ ০৩:০২ অপরাহ্ণ

জেলবন্দি আসামিরাও এবার ভোট দিতে পারবেন


জেলবন্দি আসামিরাও এবার ভোট দিতে পারবেন


আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলবন্দি আসামিরাও ভোট দিতে পারবেন। এছাড়া প্রিসাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় ১০ লাখ মানুষও এবার ভোটের সুযোগ পাবেন।
 

এ বিষয়ে সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “যারা নির্বাচনের দায়িত্বে থাকেন, সাধারণত তারা নিজে ভোট দিতে পারেন না। এবার আমরা এমন ব্যবস্থা নিয়েছি, যাতে দায়িত্বপ্রাপ্ত সবাই ভোট দিতে পারবেন। এজন্য একটি বিশেষ অ্যাপ চালু করা হবে, যার মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করবেন এবং গাইডলাইনের মাধ্যমে ভোট দিতে পারবেন।”
 

সিইসি আরও বলেন, “আইনি হেফাজতে কারাগারে থাকা নাগরিকরাও দেশের নাগরিক। তাই তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত থাকবেন না। এছাড়া প্রবাসীরাও এবার ভোট দিতে পারবেন।”
 

ভবিষ্যতের জন্য গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করা তার মিশন বলেও উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, “এই দায়িত্ব আমি রুটিন কাজ বা চাকরি হিসেবে নিইনি; আমি এটাকে চ্যালেঞ্জ এবং মিশন হিসেবে নিয়েছি। বিশেষ করে সংকটময় মুহূর্তে দেশে, গতানুগতিক ধারায় কাজ করা যথেষ্ট নয়। আমাদের ‘আউট অব দ্য ওয়েতে’ গিয়ে কাজ করতে হবে।”
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫