স্ত্রীর দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় নারীকে মারধর

ঢাকা প্রেস,বাগেরহাট প্রতিনিধি:-
বাগেরহাটের মোংলায় প্রেমিকের বাড়িতে স্ত্রীর মর্যাদা দাবি করে অবস্থান নেওয়ায় শ্লীলতাহানি ও মারধরের শিকার হয়েছেন লাইজু আক্তার (২৮) নামে এক তরুণী।
সোমবার (২ ডিসেম্বর) বিকেল থেকে মোংলার বটতলা (মুন্সিপাড়া) এলাকার সাগর তালুকদারের (৩৫) পিতার বাড়িতে অবস্থান নেন লাইজু। অবস্থান করার পরপরই তাকে পিটিয়ে জখম করে সাগর তালুকদারের পরিবারের সদস্যরা।
লাইজু আক্তার মোংলা উপজেলার সিগনাল টাওয়ার এলাকার সলেমানের মেয়ে এবং মোংলা ইপিজেড এলাকায় একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করেন। অপরদিকে, সাগর তালুকদার বটতলা (মুন্সিপাড়া) এলাকার কুদ্দুস তালুকদারের ছেলে।
লাইজু আক্তারের অভিযোগ, তার ও সাগর তালুকদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৪ সালের ১৫ জুলাই নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তাকে ভাড়া বাসায় রাখে সাগর, কিন্তু সঠিকভাবে ভরণপোষণ দিত না। বাড়ি তুলে নেওয়ার ব্যাপারে নানা তালবাহানা করছিল সাগর। এছাড়া, বিভিন্ন সময় ব্যবসা করার নামে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিতো এবং চাপ দিত ও মারধর করতো। বাধ্য হয়ে তিনি সাগরের বাবার বাড়িতে অবস্থান নিতে শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাগরের পরিবার তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
লাইজু বলেন, “আমার শ্বশুর এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলছে না। সুস্থ হলে আবার স্বামীর বাড়িতে গিয়ে অনশন করে আত্মহত্যা করব।”
অভিযুক্ত সাগর তালুকদার দাবি করেন, “আমি ঘটনাস্থলে ছিলাম না। স্ত্রীর দাবিতে বাড়িতে অবস্থান নেওয়া ওই নারী আমার দ্বিতীয় স্ত্রী। তিনি জেনে শুনেই আমাকে বিয়ে করেছেন।”
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫