|
প্রিন্টের সময়কালঃ ১৫ জানুয়ারি ২০২৫ ০৪:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জানুয়ারি ২০২৫ ০৬:০১ অপরাহ্ণ

নওগাঁর পত্নীতলায় ভূয়া ডাক্তার আটক 


নওগাঁর পত্নীতলায় ভূয়া ডাক্তার আটক 


ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-
 

নওগাঁর পত্নীতলা উপজেলায় সনজিত কুমার নামে এক ভূয়া ডাক্তার আটক করেছে ভ্রাম্যমান আদালত।

 


মঙ্গলবার ( ১৪ জানুয়ারি)  দুপুরে এনএসআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে  উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির।
 

এ সময় ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার না হওয়া স্বত্ত্বেও চিকিৎসা প্রদান ও নিজেকে ডাক্তার পরিচয়ে মিথ্যা বিজ্ঞাপনের দায়ে সনজিত কুমারকে ০২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 
 

এছাড়া চিকিৎসা সংক্রান্ত  মিথ্যা বিজ্ঞাপন দ্বারা জনসাধারণের সাথে প্রতারণা করায় মা ও শিশু চিকিৎসক রতন কুমারকে ৫০ হাজার  টাকা  এবং নজিপুর ডক্টরস্ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক প্রদীপ কুমারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
 

এবিষয়ে ভ্রাম্যমান অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবীর জানান, রোগীদের জীবন দিয়ে কাউকে খেলা করতে দেওয়া হবেনা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫