দেড় দশক পর পাকিস্তানের পররাষ্ট্রসচিবের ঢাকা সফর, এরপর আসছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

ঢাকা প্রেস,নিউজ ডেস্ক:-
বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক দীর্ঘদিন ধরেই কার্যত স্থবির ছিল। প্রায় দেড় দশক পর সেই সম্পর্কে প্রাণ ফেরাতে উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ, এবং ঢাকা থেকেও মিলছে ইতিবাচক সাড়া। এই প্রেক্ষাপটে আগামী ১৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। তাঁর সফরকালে দুই দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
পাকিস্তান হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আমনা বালুচের এই সফর মূলত ফরেন সেক্রেটারি লেভেল কনসালটেশনের অংশ হিসেবে হচ্ছে। বৈঠকে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয় এবং ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন জানিয়েছেন, প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকে ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয়গুলোও আলোচনায় আসবে।
এছাড়া, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে এই সফরের পাঁচ দিনের মাথায় ঢাকা আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, ইসহাক দারের সফর নিশ্চিত হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই সফরের নির্দিষ্ট তারিখ জানানো হবে।
এই সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ২০১২ সালের পর এই প্রথমবারের মতো কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করতে যাচ্ছেন। সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়েই আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫