২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান: ঐতিহাসিক জনসভায় উন্নয়ন ও নির্বাচনী অঙ্গীকার
মো. শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:

দীর্ঘ ২২ বছর পর রাজশাহী সফর করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার এই সফরকে ঘিরে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
বুধবার (তারিখ) বেলা সাড়ে ১২টার পর বিমানযোগে রাজশাহীতে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি মহানগরীর ঐতিহাসিক হজরত শাহ মখদুম (রহ.) দরগা শরিফে যান। সেখানে জিয়ারত ও দোয়া-মোনাজাত শেষে দরগার শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।
এরপর দোয়া শেষে তারেক রহমান রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিতে রওনা হন। দুপুর গড়িয়ে বেলা ২টার দিকে তিনি সভাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান। রাজশাহী জেলা ও মহানগর বিএনপির পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে জনসভা পরিণত হয় জনসমুদ্রে।
জনসভায় রাজশাহী বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা পর্যায়ক্রমে বক্তব্য দেন এবং দলীয় প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান ২২ বছর আগের রাজশাহী সফরের স্মৃতিচারণ করে বলেন, “রাজশাহীর মানুষের ভালোবাসা আমি কখনো ভুলিনি। দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে এসে সেই পুরনো স্মৃতি ফিরে পেলাম।”
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে। এর মধ্যে পদ্মা নদী খনন ও পদ্মা ব্যারাজ নির্মাণ, রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন, কৃষিভিত্তিক মিল ও শিল্পকারখানা গড়ে তোলা, আধুনিক হিমাগার নির্মাণ, কৃষি কার্ড বিতরণ এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, একটি মহল নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে দেশ গণতন্ত্রের পথে এগোবে, নাকি অন্য কোনো পথে।”
কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সমাবেশের শেষ পর্যায়ে তারেক রহমান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার ধানের শীষের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি বলেন, “১২ জানুয়ারি পর্যন্ত আপনারা তাদের দেখে রাখবেন, আর ১২ জানুয়ারির পর তারা আপনাদের দেখে রাখবে।”
রাজশাহীর জনসভা শেষে বিকেলে তারেক রহমান নওগাঁর উদ্দেশে রওনা হন। সেখানে সন্ধ্যায় নওগাঁ এটিএম মাঠে আয়োজিত আরেকটি জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন পর তারেক রহমানের রাজশাহী সফর বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬