|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জুন ২০২৪ ০৪:৫৮ অপরাহ্ণ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কর্মসূচি নিয়ে ঈদের পর মাঠে নামছে ১৪ দল 


মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কর্মসূচি নিয়ে ঈদের পর মাঠে নামছে ১৪ দল 


ঈদের পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা কর্মসূচি নিয়ে মাঠে নামবে ১৪ দল। এই কর্মসূচি থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে নানা পরামর্শ দেয়া হবে বলে জানিয়েছেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। মঙ্গলবার (৪ জুন) দুপুরে রাজধানীর নিউ ইস্কাটনে এই নেতার বাসায় ১৪ দলীয় জোটের সভা শেষে তিনি এ কথা জানান।

 

আমির হোসেন আমু বলেন, ১৪ দল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আদর্শ দল হিসেবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে যাবে। আগামীতেও ১৪ দল একত্রে কাজ করে যাবে, দল একত্রিত আছে, থাকবে।

 

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গেও এ সময় কথা বলেন তিনি। বলেন, বেনজীরের বিরুদ্ধে তদন্ত চলমান আছে। তার বিরুদ্ধে সরকার আইনানুগব্যবস্থা নেবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫