প্রাইম এশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: তিনজন গ্রেপ্তার, সিসিটিভিতে দৃশ্যমান

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
সোমবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।
ওসি রাসেল সারোয়ার জানান, গ্রেপ্তার তিনজনই এজাহারভুক্ত আসামি নন, তবে ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে তাঁদের উপস্থিতি স্পষ্টভাবে দেখা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
-
মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯)
-
আলভী হোসেন জুনায়েদ (১৯)
-
আল আমিন সানি (১৯)
পুলিশ আরও জানায়, এই তিনজন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এবং তারা মামলার এজাহারভুক্ত আসামিদের পাশাপাশি অন্যান্য পলাতক আসামিদের চেনেন এবং তাদের অবস্থান সম্পর্কেও অবগত।
এর আগে, রোববার ভোরে নিহত পারভেজের ভাই হুমায়ুন কবির বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫