বরিশালে গোপনে অবস্থান, অবশেষে সিআইডির হাতে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

বরিশালের বাংলাবাজার এলাকার এক বাড়ি থেকে বিশেষ অভিযানে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রোববার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তারের পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তৌহিদ যেই বাড়িতে অবস্থান করছিলেন, সেটি তার বাবার মামা মোতাহার হোসেনের। তবে আশপাশের বাসিন্দারা জানতেনই না তিনি সেখানে ছিলেন। কেউ কখনো তাকে এলাকায় দেখেননি বলেও জানিয়েছেন।
নগরের বাংলাবাজার সড়কের ‘নিউ হাউজ লেন’—পুরোপুরি আবাসিক এই গলিতেই মোতাহারের ভবনটি। স্থানীয়রা জানান, মোতাহারের পরিবার ভবনের দোতলায় থাকেন। পাশের ভাড়াটিয়া ও প্রতিবেশীরাও বলেন, পুলিশ কাউকে গ্রেপ্তার করে নিয়ে গেছে ঠিকই, তবে তার পরিচয় সম্পর্কে তারা কিছুই জানতেন না।
গলির এক মুদির দোকানদার আসাদুজ্জামান বলেন, “কখন পুলিশ প্রবেশ করেছে বা কাউকে নিয়ে গেছে—তা আমি চোখে দেখিনি। পরে শুনেছি।” একই কথা জানিয়েছেন অন্যান্য প্রতিবেশীরাও।
পুলিশের অভিযানের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, পুলিশ যখন তৌহিদকে সিঁড়ি দিয়ে নামাচ্ছিল, তখন তার স্ত্রীও তার সঙ্গে ছিলেন। ঢাকা থেকে আসা সিআইডির একটি টিমই তাকে গ্রেপ্তার করে সোজা ঢাকায় নিয়ে যায়।
তৌহিদ আফ্রিদির স্থায়ী বাড়ি বরিশাল নগরের কাউনিয়ার জানকিং সিং রোডে, যা স্থানীয়ভাবে ‘মাইটিভি বাড়ি’ নামে পরিচিত। তার বাবা নাসির উদ্দিন সাথী মাইটিভির চেয়ারম্যান এবং তিনিও গত ১৭ আগস্ট গ্রেপ্তার হন।
উল্লেখ্য, গতবছর ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়ির একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ মোট ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার আসামির তালিকায় আছেন নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫