বড়াইগ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে বসতবাড়িতে আগুন, সবকিছু পুড়ে ছাই
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর কাচারী পাড়ায় পল্লী বিদ্যুতের মূল তার ছিঁড়ে বসতবাড়ির ওপর পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় মজিবুর কাঠিয়ার ছেলে মো. শফিক কাঠিয়ার টিনশেড ঘরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ পল্লী বিদ্যুতের একটি প্রধান তার ছিঁড়ে সরাসরি শফিকের ঘরের ওপর পড়ে। মুহূর্তেই স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয় এবং প্রচণ্ড শব্দে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস বা স্থানীয়দের প্রচেষ্টার আগেই পুরো ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ঘরের চালা, আসবাবপত্র, বিছানা, টেলিভিশন, ফ্যান, পোশাক, রান্নার সরঞ্জামসহ সব গৃহস্থালি সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবারটি সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে পড়েছে।
এলাকাবাসীরা জানান, বিদ্যুতের তার ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় পূর্বেই পল্লী বিদ্যুৎ সমিতি–২–কে অভিযোগ করা হলেও কোনো মেরামত করা হয়নি। তাঁদের অভিযোগ, অবহেলা ও গাফিলতির কারণেই এ মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারটির দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫