|
প্রিন্টের সময়কালঃ ২০ জুলাই ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ জুলাই ২০২৫ ০৪:৪৫ অপরাহ্ণ

জামায়াতের সমাবেশে যোগ দিলেন এনসিপি নেতা সারজিস আলম


জামায়াতের সমাবেশে যোগ দিলেন এনসিপি নেতা সারজিস আলম


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দুপুর ৩টার দিকে তিনি সমাবেশস্থলে উপস্থিত হন।
 

এছাড়া সমাবেশে অংশ নেন খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আবদুল কাদের, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনসিপির নেতা আখতার হোসেন, জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী, ইমাম হোসেনের ভাই রবিউল ইসলাম, আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এবং হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
 

তবে ২৪ বছরের জোটসঙ্গী বিএনপি এবং পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নেওয়া সত্ত্বেও দলত্যাগী জামায়াত নেতাদের গঠিত এবি পার্টিকে এ সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি।
 

এর আগে, সকাল ৯টা ৪০ মিনিটে সাইফুল্লাহ মানসুরের সঞ্চালনায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশের সূচনা হয়। পরে দুপুর সোয়া ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশের মূল পর্ব।
 

সমাবেশে জামায়াত সাত দফা দাবি তুলে ধরে, যার মধ্যে রয়েছে—জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, জুলাই গণহত্যার বিচার এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫