|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৪:২১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৪ ০৩:৩৩ অপরাহ্ণ

সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ রিমান্ডে


সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ রিমান্ডে


 

ঢাকা প্রেস নিউজ
 

বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
 

বুধবার (২৭ নভেম্বর) মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহউর রহমানের আদালতে তাকে হাজির করা হয়।
 

এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাডভোকেট আবুল হোসেন মো. মাশুক, যিনি এপিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

এ সময়, বিস্ফোরক আইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।
 

জানা গেছে, সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসন থেকে সাতবার নির্বাচিত সংসদ সদস্য, উপাধ্যক্ষ মো. আবদুস শহীদকে প্রধান আসামি করে গত ১৯ সেপ্টেম্বর মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাধারণ শিক্ষার্থী এবং জনতার ওপর হামলা, ভাঙচুর, লুটপাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
 

এ বিষয়ে এপিপি অ্যাডভোকেট আবুল হোসেন মো. মাশুক বলেন, "তার বিরুদ্ধে ২০১৮ সালের বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আজ আদালতে হাজির করার পর, মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত তা মঞ্জুর না করে রিমান্ড মঞ্জুর করেছেন।"
 

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর, ৩ অক্টোবর রাতে আবদুস শহীদের ঢাকার উত্তরার বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫