কুমিল্লা ও ফেনী সীমান্তে বিএসএফের পুশইন, আটক ৫২ বাংলাদেশি

কুমিল্লা প্রতিনিধি:-
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ৫২ জন বাংলাদেশিকে বাংলাদেশে পুশইন করেছে। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত এই পুশইন কার্যক্রম চলে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, অনুপ্রবেশের সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা ৫২ জনকে আটক করে। তাদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিএসএফ জোরপূর্বক তাদের বাংলাদেশে পাঠিয়েছে। বর্তমানে তাদের পরিচয় যাচাই করা হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সবাই বাংলাদেশি নাগরিক। যাচাই-বাছাই শেষে তাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫