|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৮:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জুলাই ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ

ইউনিয়ন আইল্যান্ড হারিকেন বেরিলের তীব্র আঘাতে সম্পূর্ণ বিধ্বস্ত


ইউনিয়ন আইল্যান্ড হারিকেন বেরিলের তীব্র আঘাতে সম্পূর্ণ বিধ্বস্ত


সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্সের কাছে অবস্থিত ইউনিয়ন আইল্যান্ড হারিকেন বেরিলের তীব্র আঘাতে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ঝড়টিতে দ্বীপের সকল ঘরবাড়ি ভেঙে গেছে, বাস্তুচ্যুত হয়েছে সকল বাসিন্দা। দ্বীপবাসী ক্যাথরিনা এক ভিডিও বার্তায় বলেছেন, "ঝড়ের পর ইউনিয়ন আইল্যান্ড ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। প্রায় সকলেই গৃহহীন। কোনো বাড়িই টিকে নেই। রাস্তাঘাট বন্ধ, বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে। আমার সবকিছুই চলে গেছে। এখন থাকার জায়গাও নেই।"

 

১৯৮৫ সাল থেকে দ্বীপটিতে বসবাসকারী ক্যাথরিনা ২০০৪ সালের হারিকেন ইভানের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু বেরিলের তীব্রতা ছিল অনেক বেশি। তিনি বলেছেন, "মনে হচ্ছিল যেন এক টর্নেডো দ্বীপটির উপর দিয়ে চলে গেছে। ৯০% এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে।" আরেক বাসিন্দা ঝড়ের ভয়াবহতা বর্ণনা করে বলেছেন, "আমি স্ত্রী ও মেয়েকে নিয়ে আশ্রয় নিয়েছিলাম। মনে হচ্ছিল এই রাতে আর বেঁচে থাকা সম্ভব নয়।"

 

ঝড়ের সময় তীব্র বাতাস থেকে বাড়ি রক্ষা করার জন্য তিনি দরজা-জানালার সামনে আসবাবপত্র রেখেছিলেন। তিনি বলেছেন, "ঝড়ের চাপ এতটাই শক্তিশালী ছিল যে আমরা কানেও অনুভব করতে পারছিলাম। এক বাড়ির ছাদ উড়ে অন্য বাড়ির উপর পড়ছে, জানালা ভেঙে পানি ঢুকছে। কেউ ধারণাও করতে পারেনি ঝড় এতটা ভয়াবহ হবে। সবাই ভয়ে ‍ত্রস্ত ছিল।" হারিকেন বেরিলের আঘাতে এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছে। ঝড়টি এখন পূর্ণ শক্তিতে জ্যামাইকার দিকে অগ্রসর হচ্ছে। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও, ভেনিজুয়েলায়ও বন্যার আশঙ্কা রয়েছে। ঝড়ের কারণে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সুক্রেতে একটি নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে ৩ জন নিহত হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫