|
প্রিন্টের সময়কালঃ ১৪ অক্টোবর ২০২৫ ০৩:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ অক্টোবর ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ

সীতাকুণ্ডে বিএনপির ৩ নং ওয়ার্ডে বর্ধিত ও পরিচিত সভা অনুষ্ঠিত


সীতাকুণ্ডে বিএনপির ৩ নং ওয়ার্ডে বর্ধিত ও পরিচিত সভা অনুষ্ঠিত


কাইয়ুম চৌধুরী, সীতাতুণ্ডঃ-


 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড পৌরসভার ৩ নং ওয়ার্ড নির্বাহী কমিটির উদ্যোগে এক বর্ধিত ও পরিচিত সভা অনুষ্ঠিত হয় বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ইং। ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনিরুল কাদের সাহেব সাইফুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নুরুল মোস্তফার সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন। তিনি বলেন, “বিএনপি হচ্ছে জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার প্রতীক। আমাদের প্রতিটি নেতাকর্মীকে এখন আরও সংগঠিত ও সচেতন হতে হবে। দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ের ওয়ার্ড কমিটিগুলোকেই নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে আনতে হবে।” তিনি সীতাকুণ্ড পৌর বিএনপি’র অতীত আন্দোলন ও অবদানের কথা উল্লেখ করে বলেন, “সীতাকুণ্ড বিএনপি অতীতে যেমন সংগ্রামের প্রথম সারিতে ছিল, ভবিষ্যতেও তেমন ভূমিকা রাখবে।”
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ নিজামী। তিনি বলেন, “দলের প্রতি আস্থা ও পারস্পরিক শ্রদ্ধা থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। বিএনপির শক্তি হচ্ছে তৃণমূলের নেতাকর্মী, যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।”
 

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও সীতাকুণ্ড পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আন্দোলনের নাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছি। দলকে বাঁচাতে হলে এখনই সবাইকে সংগঠনের জন্য নিবেদিত হতে হবে।”
 

সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সদস্য সচিব সালেহ আহমদ সলো বলেন, “ওয়ার্ডভিত্তিক সংগঠনই বিএনপির প্রাণ। তৃণমূলের কর্মীরাই দলের আসল চালিকাশক্তি। সামনে যে কোনো আন্দোলন বা নির্বাচনে সীতাকুণ্ড পৌর বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।”
 

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা নার্গিস বলেন, “বিএনপি কখনো কারও অনুগ্রহে টিকে থাকে না, এটি জনগণের ভালোবাসায় বেঁচে থাকে। এখন সময় এসেছে মহিলা নেত্রীদের আরও সাহসী ভূমিকা নেওয়ার।”
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু। তিনি বলেন, “বিএনপি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র আশার নাম। আমাদের প্রতিটি নেতাকর্মীকে দলের প্রতি নিষ্ঠাবান থাকতে হবে। রাজনৈতিক অস্থিরতা বা দমন-পীড়নের সময়ই দলের প্রকৃত সৈনিক চিহ্নিত হয়। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা জনগণের পাশে আছি এবং থাকব।”
 

সভায় আরও উপস্থিত ছিলেন সীতাকুন্ড পৌরসভা  মহিলা দলের নেত্রী মাসুদা খায়ের, পৌরসভা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম নাসির, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেলিম উদ্দিন, সীতাকুণ্ড পৌরসভা বিএনপি'র সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল নোমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজা চৌধুরী, শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম সাদেক, কৃষক দলের সভাপতি মোঃ নুরুল আফসার ও সাধারণ সম্পাদক মোঃ আকাইদুল ইসলাম ডালিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
 

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্য রক্ষা, সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার এবং কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫