মুরাদনগরে জামায়াতে ইসলামীর উপজেলা কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জামায়াতে ইসলামীর আয়োজনে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) কোম্পানীগঞ্জের বদিউল আলম বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা জামায়াতের আমীর আবু নছর মোঃ ইলইয়াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক গিয়াস উদ্দিন এবং মুরাদনগর উপজেলার সাবেক আমীর মনছুর মিয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আমীর হোসেন, সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ সোহেল, বাঙ্গরা বাজার থানা আমীর মোঃ আব্দুর রহিম ও সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, নবীপুর পশ্চিম ইউনিয়নের আমীর মুহাম্মদ গোলাম মোস্তফা, নবীপুর পূর্ব ইউনিয়নের আমীর মাওলানা ছামির হোসাইন এবং উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ জালাল উদ্দিন প্রমুখ।
মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের ১২১ জন জামায়াত কর্মী এই শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫