বিএনপি-জামিয়তে উলামায়ে ইসলামের নির্বাচনী সমঝোতা
ঢাকা, ২৩ ডিসেম্বর – ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাকী থাকা আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নামও ঘোষণা করেন।
মির্জা ফখরুল জানান, জামিয়তে উলামায়ে ইসলামের জন্য চারটি আসন বরাদ্দ দিয়েছে বিএনপি। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিব, সিলেট-৫ আসনে উবায়দুল্লাহ ফারুক, নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসেন কাসেমী এবং নীলফামারী-১ আসনে মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, কিছু গোষ্ঠী গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করছে। সরকারের ব্যর্থতার কারণে দেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি ভয়াবহ অবনতিতে পৌঁছেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জামিয়তের বরাদ্দকৃত আসনে বিএনপির প্রার্থী থাকবে না। একইভাবে ধানের শীষ প্রতীকধারী দলের প্রার্থীর আসনে জামিয়তের প্রার্থীও থাকবে না।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫