|
প্রিন্টের সময়কালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৫ ০৫:১৯ অপরাহ্ণ

শত বাধার পরে ও চলছে সালমার পতিতা বানিজ্য!!! 


শত বাধার পরে ও চলছে সালমার পতিতা বানিজ্য!!! 


ঢাকা প্রেস,চট্টগ্রাম ব্যুরো:-

 

চট্টগ্রাম নগরীর ই পি জেড এলাকায় রেললাইনে চায়ের দোকানের আড়ালে চালিয়ে যাচ্ছে পতিতা বানিজ্য।

তার ঐ পতিতা ব্যাবসার সাহায্য কারী তার স্বামী, কাসেম ও পাতি নেতা থেকে শুরু করে, বাদ নেই পুলিশ অফিসার ও তার এই পতিতা বানিজ্যের পিছনে মদদ দাতারা হলো, কালা জাহিদ কলোনির, মাসিক কন্ট্রাক নেওয়া, মুক্তার সওঃ ও হাজি গলীর সোহেল কলোনির কন্ট্রাক নেওয়া জাকির সওঃ অভিযুক্ত সালমার বিরুদ্ধে ভিবিন্ন সময় থানায় ও পাশের পুলিশ ফাড়িতে অভিযোগ দিলে ও পুলিশ নিরব ভূমিকা পালন করে আসছেন বহুদিন যাবদ, এ ব্যাপারে এলাকার কিছু গন্যমান্য জন বলেন, তার এসব কার্যকলাপের সাথে পুলিশ ও ৫ আগস্টের পর থেকে বিএনপির স্থানীয় কিছু পাতি নেতা ও রেললাইনে গড়ে তোলা, শহিদ জিয়া পরিষদের সভাপতি, খান সাহেব, সালমার কাছ থেকে নেওয়া দৈনিক মাসোহারার ব্যাপারে তার মোটোফোনে জানতে চাইলে তিনি, কিছু জানেন না এবং সাংবাদিককে অকৃত ভাষায় গালাগালি করে ফোন কেটে দেয়।

আর এদিকে ভাড়া বাসা মাসিক ভাবে নেওয়া মালিক, মুক্তার সওঃ ও জাকির সওঃ একই সুরে কথা বলেন তারা দুজন বলেন আমরা শুধু সালমাকে ভাড়া বাসার ইনচার্জ হিসেবে দেখা শুনার দায়িত্ব দিয়েছি এখন সেখানে পতিতা ব্যাবসা করে, তা আমাদের অজানা, তারা দুজন শিকার করেন এইযে সালমা গত ১৫/২০ বছর ধরে এগুলোর সাথে জড়িত ছিল বলে শুনেছি, এখনো করে কিনা তা সটিক জানিনা, তার এই পতিতা বানিজ্য যদি আবারও সথ্যি প্রমাণ করে দেশ বাসীর কাছে তুলে ধরেন আমরা ও উপকৃত হব,সালমার এই পতিতা বানিজ্যের বিষয় নিয়ে ই পি জেড থানার অফিসার্স ইনচার্জ এর মুঠোফোনে একাধিকবার ফোন দিলে ও উনার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, প্রতিবেদন লেখা অবস্থায় দেখতে পাই বেরিয়ে আসা তলের বিড়াল, নাম প্রকাশে অনিচ্ছুক, সালমার পাশের একজন দোকান দার বলেন সাবেক দঃ মধ্যেম হালিশহর পুলিশ ফাড়িতে কর্মরত ছিলেন, এ এস আই, আবু সাইদ, এর সাথে এই পতিতা ব্যাবসায়ী সালমার সাথে ঘনিষ্ঠতার কারণে এসব ব্যাবসা চালিয়ে যেতে কোন সমস্যা হয়না কারন, এ এস আই আবু সাইদ এখন, ই পি জেড থানায় দায়িত্বরত আছেন এসব অভিযোগ এর ব্যাপারে পুলিশ অফিসার আবু সাইদ এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসব কিছু জানেন না বলে ফোন কেটে দেয়,,, 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫