|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৪ ১২:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস


চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় আয়োজিত জানাজায় অংশ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

 

বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম আদালত চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 

জানাজা পর্বে উপস্থিত আইনজীবী নেতারা আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। আলিফ, যিনি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় চট্টগ্রাম আদালতে সংঘর্ষ চলাকালে প্রাণ হারান, তার মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫