সীতাকুণ্ডে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১২,৫০০ টাকা জরিমানা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ-
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষায় শনিবার (২৬ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন। অভিযানে তাঁকে সহায়তা করে বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কুমিরার কেডিএস লজিস্টিক ডিপো ও শীতলপুরের বিএম কন্টেইনার ডিপোর সামনে মহাসড়কে অনিয়মিত যানবাহন পার্কিং ও উল্টো পথে গাড়ি চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসব কার্যকলাপ সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের অন্তর্ভুক্ত হওয়ায় পাঁচজন চালকের বিরুদ্ধে মোট ১২,৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
জরিমানাপ্রাপ্ত চালকরা হলেন:
১. মো. শরীফ – ১,৫০০ টাকা
২. রাব্বী হাওলাদার – ১,৫০০ টাকা
৩. মো. জহির – ১,৫০০ টাকা
৪. মো. রায়হান – ৬,০০০ টাকা
৫. মো. নুরুল ইসলাম – ২,০০০ টাকা
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষকে সতর্ক করে অনিয়ম দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫