কক্সবাজারে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-
কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) ভোরে সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম প্রান্ত দেব প্রবাল। সে কক্সবাজার ঈদগাঁও এলাকার পলাশ দেবের ছেলে এবং নবম শ্রেণির একজন ছাত্র ছিল।
জানা যায়, রোববার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে প্রতিমা বিসর্জনের সময় প্রান্ত দেব নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে সি সেইফ লাইফ গার্ডের সদস্যরা তাকে উদ্ধার করার চেষ্টা চালালেও ব্যর্থ হয়।
কক্সবাজার সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজের কয়েক ঘণ্টা পর সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন জানান, জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় কিশোরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় জেলেরা খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫