কাজী সালাউদ্দিনের পক্ষে ২১ নভেম্বর সীতাকুণ্ডে গণমিছিলের প্রস্তুতি সভা
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের ২১ নভেম্বর ২০২৫ সীতাকুণ্ড উত্তর বাজারে অনুষ্ঠিত নির্বাচনী গণমিছিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করেছে সীতাকুণ্ড পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং শ্রমিক সংগঠন।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও সীতাকুণ্ড পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ। তিনি বক্তৃতায় গণমিছিলের সফলতা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী, শ্রমিক নেতা ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিকদলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী সদস্য এবং ওয়ার্ড ভিত্তিক নেতৃবৃন্দ।
আলোচনায় উঠে আসে গণমিছিলকে কেন্দ্র করে এলাকায় একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং শ্রমিক-বান্ধব আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫