সীতাকুণ্ডে প্রতিবারের মতো এবারও পরীক্ষার্থীদের বিনামূল্যে বাস সেবা দিচ্ছে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন

কাইযুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন (MFJF) কর্তৃক আয়োজিত এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রতি বছরের মতো এবারও এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সেবা "রোড টু লাইট এসএসসি-২০২৫" আজ, ১০ই এপ্রিল, ২০২৫ইং তারিখে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সীতাকুণ্ডের পরীক্ষার্থীদের নির্বিঘ্নে এবং সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগটি ৭ম বারের মতো গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীরা নিম্নোক্ত রুটসমূহে আমাদের বাস সেবা পাবেঃ বড়দারোগাহাট - সীতাকুণ্ড, কুমিরা - সীতাকুণ্ড, কুমিরা - সিটি গেইট।
২০২২ইং সালে সূচনার পর থেকে এই বিনামূল্যে বাস সেবা সীতাকুণ্ডের শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলেছে এবং সর্বস্তরের প্রশংসা লাভ করেছে। এর মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী পরিবহন সংক্রান্ত জটিলতা এড়িয়ে নিশ্চিন্তে তাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পেরেছে। পরীক্ষার্থীদের নিরাপদ, সময়োপযোগী পরিবহন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন শুরু থেকেই শিক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিনামূল্যে বাস সেবা "রোড টু লাইট এসএসসি-২০২৫" এই ধারাবাহিকতারই একটি অংশ।
মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন ২০২২ইং সাল থেকে যাত্রা শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং কর্মসংস্থান সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, একটি পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করা, স্থানীয় বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামগ্রিকভাবে একটি উন্নত ও মর্যাদাপূর্ণ জীবনযাত্রায় মানুষকে সহযোগিতা করাই এই সংগঠনের প্রধান উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায়, সংগঠনটি স্পোকেন ইংলিশ কোর্স, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ক্লিন সীতাকুণ্ড, ক্লিন পতেঙ্গা, বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং, ক্লিন গুলিয়াখালী, হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ, বৃক্ষ রোপণ, বিদ্যালয় ও কলেজে পানি শোধনগার স্থাপন, নলেজ শেয়ারিং সেশন, মোটিভেশনাল সেশন, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা এবং রোড টু লাইটের মতো মোট ৬০টি ভিন্নধর্মী সামাজিক ও মানবিক সেবাকর্ম সফলভাবে বাস্তবায়ন করেছে, যা দেশব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। এমন স্বেচ্ছাসেবী কাজগুলোর স্বীকৃতিস্বরূপ সংগঠনটি ইতোমধ্যেই ৪টি আন্তর্জাতিক এবং ৫টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে।
এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :
সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসার মোছাম্মৎ লুৎফরনেছা।
এছাড়াও, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দীন,মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত কমিটি সদস্যবৃন্দ এবং উপদেষ্টামণ্ডলীগন উদ্বোধনকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সকলের সম্মিলিত অংশগ্রহণে "রোড টু লাইট এসএসসি-২০২৫" বিনামূল্যে বাস সেবার শুভ সূচনা অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও সফল হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫