|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৩ অপরাহ্ণ

প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা


প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা


ঢাকা প্রেস নিউজ

 

শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা।
 

মঙ্গলবার, শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এ ঘোষণা দেওয়া হয়।
 

আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি তালুকদার পিয়াস বিষয়টি নিশ্চিত করে বলেন, "আদালতের রায় আসা পর্যন্ত আমাদের স্বাভাবিক কর্মসূচি চলবে। সচিবালয়ে আমাদের দাবি-দাওয়া নিয়ে ফলপ্রসূ আলোচনা না হওয়ায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।"
 

সচিবালয়ে যাওয়া ৬ সদস্যের প্রতিনিধি দলের একজন জান্নাতুল নাইম বলেন, "সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তিনি বলেন, এটা আদালতের রায়, বিচারকের এখতিয়ার। আমাদের আশ্বস্ত করা হয় সরকারের ওপর আস্থা রাখার জন্য।"
 

তিনি আরও বলেন, "সচিবের পর আমরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি। তিনি জানান, 'আপনাদের ৬ হাজার ৫৩১ জনের মধ্যে কাউকেই বাদ দেওয়া হবে না।' এরপর আমরা উপদেষ্টাকে বলেছিলাম, যেন আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে আমাদের নিয়োগ দেওয়া হয়।"
 

হাইকোর্টের সিদ্ধান্ত বাতিলের জন্য আন্দোলনকারীরা আগামীকাল, বুধবার দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
 

এর আগে, বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন তৃতীয় ধাপের প্রার্থীরা। গতকালও প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেছিলেন। পরে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের সরিয়ে দেয়, এবং বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫