জার্মানি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে

প্রকাশকালঃ ০২ এপ্রিল ২০২৪ ০১:০৩ অপরাহ্ণ ২২৬ বার পঠিত
জার্মানি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে

শীতকাল শেষ হওয়ায় জার্মানির বিদ্যুতের চাহিদা কমেছে।রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর রাশিয়ান গ্যাসের উপর নির্ভরতা কমাতে জার্মানি বিকল্প জ্বালানির উৎসের দিকে মনোযোগ দিচ্ছে।জার্মানির জলবায়ু পরিবর্তন নীতি অনুসারে ২০৩০ সালের মধ্যে সকল কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ করার পরিকল্পনা রয়েছে। 
 

জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে জার্মানি কয়লার ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা করেছে।কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করলে জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশ রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমানোর সিদ্ধান্ত নেয়।এর ফলে ইউরোপে জ্বালানির মূল্য বৃদ্ধি পায়।এই সংকটের সমাধান হিসেবে জার্মানি কিছু কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বৃদ্ধি ও বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছিল।

 

কয়েকটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধের সময়সীমাও বাড়িয়েছিল বার্লিন।সবশেষ তিনটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র গত এপ্রিলে বন্ধ করা হয়।কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির সবুজ দলের আইনপ্রণেতা ক্যাথরিন হেনেব্যার্গার।