|
প্রিন্টের সময়কালঃ ০৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৫ ০৪:২৩ অপরাহ্ণ

অস্ত্র হাতে গুলি ছোড়া জামায়াত কর্মী তুষার মণ্ডল গ্রেপ্তার


অস্ত্র হাতে গুলি ছোড়া জামায়াত কর্মী তুষার মণ্ডল গ্রেপ্তার


পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলি ছোড়ার অভিযোগে জামায়াত কর্মী তুষার মণ্ডলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে তুষারকে আটক করা হয়। এসময় সংঘর্ষে ব্যবহৃত একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 

গ্রেপ্তার তুষার মণ্ডল (২১) ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী।
 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৭ নভেম্বর ঈশ্বরদীর চকগড়গড়ি আলহাজ মোড় এলাকায় দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এসময় তুষার মণ্ডল প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর উভয়পক্ষ থানায় মামলা করে, যেখানে তুষারকে ৬ নম্বর আসামি করা হয়। পলাতক থাকার পর সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে ডিবি; তার স্বীকারোক্তি অনুযায়ী ভেলুপাড়ার বালুর ঢিবিতে লুকিয়ে রাখা পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 

পাবনা ডিবির ওসি রাশিদুল ইসলাম জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর তুষারকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র-গুলি জব্দ করে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫