ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল হক ও কামরুল ইসলাম

ঢাকা প্রেস নিউজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (২৭ নভেম্বর) তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত আনিসুল হককে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় এবং কামরুল ইসলামকে লালবাগ থানার আরেকটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১৮ নভেম্বর রাতে রাজধানী থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে গতকাল (২৬ নভেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫