|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৮:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৩ ০২:৪১ অপরাহ্ণ

গত কয়েক বছরের ঈদের ফ্যাশন ধারা কেমন ছিল, এই বছরই–বা কোন ধারা চলছে


গত কয়েক বছরের ঈদের ফ্যাশন ধারা কেমন ছিল, এই বছরই–বা কোন ধারা চলছে


রোনা মহামারির কারণে বছর তিনেক ঈদবাজারে খুব একটা শোরগোল দেখা যায়নি। এবার তার ব্যতিক্রম। ইতিমধ্যেই জমে গেছে ঈদবাজার। করোনার কারণে ২০২০ বা ২০২১–এ ফ্যাশনে খুব একটা নতুন ধারা যুক্ত হতে দেখা যায়নি। ২০২২ সালে পোশাকের নকশায় কিছুটা নতুনত্ব দেখা গিয়েছিল।  ২০২৩ সালে এসে প্রতিটি ফ্যাশন ব্র্যান্ডই তাদের পোশাকে তুলে ধরেছে নতুন ধারা। চলুন দেখে নিই, গত কয়েক বছরে ঈদ ফ্যাশনে কেমন ধারা যুক্ত হয়েছে। ২০২০ সালে করোনা মহামারির আতঙ্কে ঘরবন্দী সবাই। ঘরের ভেতরেই উদ্‌যাপিত হয় ঈদুল ফিতর। এ সময় ওয়ার্ডরোবে থাকা পোশাকে একটির সঙ্গে একটি মিলিয়ে পরে ফেসবুকে সেলফি দেয় সবাই।

২০২১ সালেও করোনার আতঙ্ক কাটেনি। ঈদে ফ্যাশন হাউসগুলো অল্প পরিসরে কাজ করে। সেই বছর কামিজের ছাঁটে দেখা যায় বেশ নতুনত্ব। জনপ্রিয়তা পায় পা পর্যন্ত লম্বা দৈর্ঘ্যের কামিজ। 


পাশাপাশি ফ্যাশনে এই বছর নতুন করে সংযুক্ত হয় কাফতান ছাঁটের পোশাক।

২০২২ সালে কো অর্ডের ফ্যাশন বেশ জনপ্রিয় হয়। ঈদপোশাকেও সেই ধারা দেখা যায়। 


পাশাপাশি সিকুইনের কাজের ব্যাপক ব্যবহার দেখা যায়। এই বছর বেশ জমকালো পোশাকেও কাফতানের ছাঁট দেখা যায়।

এ বছরের ঈদুল ফিতরে সালোয়ার-কামিজ, শাড়ি তো আছেই, পাশাপাশি পোশাকে নতুন যে ধারা দেখা যাচ্ছে, তা হলো দেশীয় প্যাটার্নে তৈরি টপ-প্যান্ট। প্রায় প্রতিটি ফ্যাশন হাউসেই থাকছে এ ধরনের পোশাক। আরও আছে সিকুইনের পোশাক। নানাভাবে নানা আঙ্গিকে কামিজ, স্কার্টে ব্যবহৃত হচ্ছে সিকুইন বা চুমকি। সিঙ্গেল কুর্তার জনপ্রিয়তাও এবার তুঙ্গে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫