ভোররাতে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক সাইদুল ইসলাম (২৩) বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোররাতে দোয়ারাবাজার উপজেলায় ঝড়-বৃষ্টি চলছিল। এই সময় সাইদুল ইসলাম সাহরি খাওয়ার জন্য বাড়ির উঠানের নলকূপে হাত ধোয়ার উদ্দেশ্যে বের হন। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫