|
প্রিন্টের সময়কালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৫৩ অপরাহ্ণ

বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তি অমৃত ও সঞ্জিত আটক


বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তি অমৃত ও সঞ্জিত আটক


জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি:-


নারায়ণগঞ্জ বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তি অমৃত ও সঞ্জিত আটক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রকাশ্যে মহানবী হযরত মোহাম্মদ  (সাঃ)কে নিয়ে কটুক্তি করার অপরাধে অমৃত সূত্র ধর (৪২) ও সঞ্জিত সূত্র ধর (৪০) নামে ২ শ্রমিককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় বন্দর থানার সোনাকান্দাস্থ নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ভিতরে এ ঘটনাটি ঘটে।

অমৃত সূত্রধর সুদূর ঠাকুরগাঁও জেলার সদর থানার মন্ডলেরগাও এলাকার অনিক চন্দ্র সূত্রধরের ছেলে ও অপর অবরুদ্ধ  সঞ্জিত চন্দ্র সূত্রধর পিতা ও তার দেশের ঠিকানা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
পরে বিষয়টি  বন্দর থানা পুলিশকে অবগত করলে খবর পেয়ে বন্দর থানা ওসি তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে দুইজনকে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, ডকইয়ার্ড শ্রমিক অমৃত চন্দ্র সূত্রধর ও সঞ্জিত চন্দ্র সূত্রধর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সাধারণ শ্রমিকদের সামনে মহানবী (সাঃ)কে নিয়ে বাজে মন্তব্য করে কটুক্তি করে। এ ঘটনায় সাধারণ শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে উল্লেখিতদের অবরুদ্ধ করে রাখে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা কটুক্তিকারি দৃষ্টান্ত মূলক শাস্তি দাবিতে সোনাকান্দা প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেছে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, নবীজীকে কটুক্তির অভিযোগে দুইজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫