|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ মার্চ ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত


সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত


আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধিঃ-


সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার (২১মার্চ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো: আবু সাঈদ। ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের স্টাফ রিপের্টাার মো: আব্দুল বারী।

 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, রুহুল কুদ্দুস, দিলীপ কুমার দেব, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম রফিক, সিনিয়র সাংবাদিক কাজী শহিদুল হক রাজু, সাংগঠনিক সম্পাদক সৈয়ক রফিকুল ইসলাম শাওন, নির্বাহী সদস্য গোলাম সরোয়ার, নির্বাহী সদস্য, আক্তারুজ্জামান বাচ্চু, সিনিয়র সাংবাদিক আমিনুর রশিদ, এবিএম মোস্তাফিজুর রহমান, ইয়ারব হোসেন, এম জিললুর রহমান, আহছানুর রহমান রাজীব, খালিদ হাসান, মো: হাফিজুর রহমান, মেহেদী আলী সুজয়, এসএম রেজাউল ইসলাম, আব্দুল আলিম, ইব্রাহিম খলিল, ফারুক রহমান, মীর আবু বকর, মীর মোস্তফা আলী, শহিদুল ইসলাম, খন্দকার আনিসুর রহমান, আয়ুব হোসেন রানা প্রমুখ।


ইফতার মাহফিলে দেশ ও জাতীর শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন, সাতক্ষীরা পৌর পার্ক জামে মসজিদের ইমাম মুফতি আলহাজ¦ সাইফুল ইসলাম।  


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫