চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার।

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জ জেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকা পাড়া এলাকার মৃত আইনুল হকের ছেলে মোঃ আক্কাস আলী ২৮ এর মরদেহ একটি পুকুরে ভাসতে দেখা যায়। পরে নি'হ'ত আক্কাস আলী ভাই মরদেহ টি পুকুর থেকে উঠিয়ে আনে। স্থানীয় সূত্রে জানা যায় আক্কাস আলী আমনুরা ঝিলিম বাজারে একটি হোটেলে কাজ করতেন।
ঈদের দিন রাত্রে তার বাসায় ফোন দিয়ে বাজার নিয়ে আসছি বলে। কিন্তু সারারাত পার হয়ে গেলেও বাসায় ফেরে নি।
বুধবার সকালে আমনুরা এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন দেখা যায়। এবং কি তার দুই হাতে দড়ি দিয়ে বাধা ছিল এমন দড়ির দাগ দেখা যায়।
পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫