|
প্রিন্টের সময়কালঃ ২১ আগu ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ আগu ২০২৫ ০৭:৩৩ অপরাহ্ণ

নাটোরের লালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে সেনা অভিযানে ৩জন গ্রেফতার


নাটোরের লালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে সেনা অভিযানে ৩জন গ্রেফতার


সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



নাটোর জেলার লালপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ৩জনকে গ্রেফতার করে। লালপুর উপজেলার দিয়ার বাহাদুরপুর ও লালপুর মৌজার চর জাজিরা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে যদিও উক্ত মৌজায় ইজারা প্রাপ্ত হলেও মোল্লা ট্রেডার্স নিয়ম-নীতির তোয়াক্কা না করে বালু উক্তোলন করেন ।


আজ বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) যৌথবাহিনী জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা চর জাজিরা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়ছে এবং নদীভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শহর রক্ষা বাঁধের অতি নিকটে বালু উত্তোলন করায় লালপুর শহরসহ আশপাশের এলাকায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়।

 

এমন পরিস্থিতিতে এলাকাবাসী লালপুর ক্যাম্পে লিখিত অভিযোগ দাখিল করলে সেনাবাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনরতদের হাতেনাতে আটক করা হয়।
 

আটককৃত ব্যক্তিরা হলেন-
মো:মাসুম শেখ(২৩) পিতা-মো শমাল হোসেন,মো: আদিল শেখ(৩৩) পিতা-মো:আলম শেখ, মো:জাহিদুল ইসলাম(২৯) পিতা-মো:জব্বার প্রামাণিক উভয়ের বাড়ী মসলেমপুর থানা ভেড়ামারা জেলা কুষ্টিয়া।আটককৃত ব্যক্তিদের পুলিশি কার্যক্রমের জন্য লালপুর থানায় প্রেরন করা হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে নিয়ম বহির্ভূত বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙন ও কৃষিজমি ক্ষতির শিকার হয়ে পুরো লালপুর উপজেলা মারাত্মক ঝুঁকিতে পড়বে। তারা সেনা অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিহত করার জন্য প্রশাসনের কড়া নজরদারির দাবি জানান।
 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী ও জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা পরিবেশ, কৃষিজমি ও নদীভাঙনের জন্য মারাত্মক হুমকি। সরকার নির্ধারিত নিয়ম ও ইজারা ব্যতীত যে কোনো ধরনের বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। নিয়ম অমান্য করে যারা অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫