|
প্রিন্টের সময়কালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০৬:৩৩ অপরাহ্ণ

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য এই বাংলাদেশ: নবাবপুরে আবদুল আউয়াল মিন্টু


ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য এই বাংলাদেশ: নবাবপুরে আবদুল আউয়াল মিন্টু


ফেনী প্রতিনিধি:

 

ফেনী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার জন্যই এই বাংলাদেশ। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে বিএনপির কোনো বিকল্প নেই। বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে বিএনপিই একমাত্র সক্ষম রাজনৈতিক শক্তি।

 


 

সোমবার সোনাগাজী উপজেলার ৯নং নবাবপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে মহদিয়া ২নং ওয়ার্ড নির্বাচনী অফিসে পৌঁছালে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান নবাবপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন ভূঁইয়া বাবুল ও যুগ্ম আহ্বায়ক কামরুজ্জমান ভূঁইয়া তৌহিদ।

 


 

পথসভায় বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু বলেন, জনগণের সমর্থন পেলে বিএনপি গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনীতির বাংলাদেশ গড়ে তুলবে। বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বলেই নতুন বাংলাদেশ বিনির্মাণে দলটি কার্যকর ভূমিকা রাখতে পারবে। তিনি হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশে বলেন, বিএনপি সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে—এ দেশ সবার। ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভোট দিতে বাধা এলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন।
 

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম জহির বক্তব্যে ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং হিন্দু সম্প্রদায়ের ভোটারদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, আগামীতেও ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।
 

পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঁইয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুল কাইয়ুমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 

এসময় মহদিয়া ওয়ার্ড মহিলা দলের পক্ষ থেকে আবদুল আউয়াল মিন্টুর হাতে শীতের পিঠা উপহার দেওয়া হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬