রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি:-
রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামার পাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কর্মী নির্মল খীসা (৩২) নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে খামার পাড়া সংলগ্ন তৈ মেদুং পাহাড়ে এই হত্যাকাণ্ড ঘটে।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়া গেছে যে, সাপছড়ি ইউনিয়নের খামার পাড়া এলাকায় একজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে।
নির্মল খীসা নানিয়ারচর উপজেলার তৈ-চাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিন ইউপিডিএফ কর্মী সাপছড়ি ইউনিয়নের তৈ মেদুং গ্রাম থেকে খামার পাড়ার দিকে যাচ্ছিলেন। সাড়ে ৯টার দিকে তারা তৈ মেদুং পাহাড়ে পৌঁছালে সশস্ত্র দুর্বৃত্তদের একটি দল তাদের ওপর আক্রমণ চালায় এবং নির্মল খীসাকে গুলি করে হত্যা করে। এই সময় অন্য দুইজন পালিয়ে যেতে সক্ষম হন।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা এক বিবৃতিতে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) দায়ী।
অপরদিকে, জেএসএসের জেলা শাখার সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই জানিয়ে বলেন, “জেএসএসের কোনো সশস্ত্র কার্যক্রমের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। সাপছড়ি এলাকায় জেএসএসের কোনো সাংগঠনিক কার্যক্রমও নেই। ইউপিডিএফের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে।”
সাপছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রবীন চাকমা জানান, খামার পাড়া ও তৈ মেদুং সীমান্তবর্তী এলাকায় একদল দুর্বৃত্ত ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করেছে। তবে, ঘটনাকারী কেউ পরিচিত না হওয়ায় এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। মরদেহ উদ্ধার করার জন্য পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫