সমন্বয়ককে মারধর, যুবদলের ২ নেতা দলীয় পদ থেকে বহিষ্কার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার ‘সুস্পষ্ট’ অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক নুর জামাল হক ও সদস্য সচিব আতিকুর রহমান লেবুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জেলা যুবদল সভাপতি রায়হান কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় দাফতরিক প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের অপকর্মের কোনও দায়দায়িত্ব দল নেবে না। এ ছাড়াও একই বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনও প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হলেও কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি। তবে জেলা যুবদলের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নাগেশ্বরী উপজেলা শহরে তামিম নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত দুই যুবদল নেতা ওই সমন্বয়কের ওপর হামলায় জড়িত। হামলায় আহত ওই সমন্বয়ক বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে জানতে আহ্বায়ক নুর জামাল হককে ফোন দিলে নুর জামাল ফোন রিসিভ করেননি। আর সদস্য সচিব আতিকুর রহমান লেবুকে কল দিলে ব্যস্ততার কথা বলে সংযোগ কেটে দেন। পরে তাকে ফোন করলে আর রিসিভ করেননি।
জেলা যুবদলের সভাপতি রায়হান কবির বলেন, সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫