|
প্রিন্টের সময়কালঃ ১৮ এপ্রিল ২০২৫ ০৯:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৪ ০৯:৩৬ অপরাহ্ণ

কুড়িগ্রামে বর্ডার হাট চালুর দাবিতে মানববন্ধন


কুড়িগ্রামে বর্ডার হাট চালুর দাবিতে মানববন্ধন


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের রাজীবপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত হাট পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন সীমান্ত হাটকেন্দ্রিক বেকার শ্রমজীবী মানুষ। আজ বৃহস্পতিবার বিকেলে রাজীবপুর উপজেলা পরিষদের সামনে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির ব্যানারে এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
 

 

মানববন্ধনে রাজীবপুর বালিয়ামারী সীমান্ত হাটের ব্যবসায়ী, কুলিশ্রমিক, ভ্যানশ্রমিক ও প্রায় এক হাজার কর্মহীন মানুষ অংশ নেন। এ সময় তাঁরা বালিয়ামারী সীমান্ত হাট দ্রুত চালুর দাবি জানান।
 

 

আয়োজকেরা জানান, ২০১১ সালে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে রাজীবপুর উপজেলার বালিয়ামারী এলাকায় জিঞ্জিরাম নদীর তীরে সীমান্ত হাট চালু হয়। সপ্তাহে দুই দিন এই হাট বসত। সীমান্ত হাটে ৫৮৭ জন ব্যক্তির নামে ক্রেতা কার্ড ও ২৫ জন ব্যক্তিকে বিক্রির অনুমোদন দেয় জেলা প্রশাসন। 

 

ওই হাটকেন্দ্রিক প্রায় দুই হাজার মানুষ ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর ৭ আগস্ট সীমান্ত হাটটি বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে ভারতের পক্ষ থেকে হাট চালুতে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে। এ অবস্থায় সীমান্ত হাট বন্ধ থাকায় হাটকেন্দ্রিক কর্মজীবী মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন।

 

রাজীবপুর উপজেলা রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আহ্বায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব শিপন মাহমুদ, রাজীবপুর উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক আবু সাঈদ, সদস্যসচিব সুমন মাহমুদ, ভূমিহীন সমিতির সভাপতি আবদুর রশিদ, ফরিদ উদ্দিন ডিলার, সাংবাদিক মাইদুল ইসলাম, লিটন মিয়া প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, ৭ আগস্ট থেকে অজানা কারণে বর্ডার হাট বন্ধ ঘোষণা করে প্রশাসন। ওপারে ভারতীয় ব্যবসায়ী ও কর্তৃপক্ষের দিক থেকে হাট চালু রাখার ক্ষেত্রে কোনো বাধা নেই। অথচ একটি মহল প্রশাসনকে ভুল তথ্য দিয়ে হাট বন্ধ করে রেখেছে। এতে হাটকেন্দ্রিক কর্মসংস্থান, কুলিশ্রমিক, ভ্যানশ্রমিক, নৌকার মাঝি থেকে শুরু করে প্রায় হাজারের বেশি মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫