|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ ডিসেম্বর ২০২৪ ০৫:২৯ অপরাহ্ণ

আগুনে পুড়ে সচিবালয়ের ২০০ কক্ষ ক্ষতিগ্রস্ত


আগুনে পুড়ে সচিবালয়ের ২০০ কক্ষ ক্ষতিগ্রস্ত


ঢাকা প্রেস নিউজ
 

আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি ফ্লোরের প্রায় ২০০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া।
 

সোমবার (৩০ ডিসেম্বর) সচিবালয় চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।
 

আব্দুল মান্নান ভূঁইয়া জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে ভবনটির চারটি ফ্লোরের প্রায় ২০০টি কক্ষ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

ভবনটি মেরামতযোগ্য কিনা জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যেই বেশ কয়েকটি টিম তদন্ত করেছে। বিশেষজ্ঞ টিমের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, ভবনটি মেরামত করা সম্ভব। আরও বিস্তারিত তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।
 

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও ভবনটি গণপূর্ত বিভাগের কাছে হস্তান্তর করেনি বলে জানান আব্দুল মান্নান ভূঁইয়া। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পরই মেরামতের সময়সীমা নির্ধারণ করা যাবে।
 

তিনি আরও দাবি করেন যে, এই অগ্নিকাণ্ডে গণপূর্ত বিভাগের কোনো গাফিলতি বা অবহেলা ছিল না।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫