বৈরী আবহাওয়ায় জেলেরা হতাশ, ইলিশ শিকারে ব্যর্থ

ঢাকা প্রেস
কুয়াকাটা প্রতিনিধি:-
পটুয়াখালী উপকূলের জেলেরা বারবার বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র থেকে খালি হাতে ফিরছেন। ইলিশ মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ শিকার করতে না পারায় তারা চরম হতাশায় ভুগছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) জানা যায়, মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় জেলেরা সাগরে যেতে পারছেন না। ফলে আলীপুর-মহিপুর খাপড়াভাঙ্গা নদীসহ বিভিন্ন মৎস্য বন্দরে শত শত ট্রলার নোঙর করে রাখা হয়েছে।
জেলেরা জানান, ইলিশ মৌসুমের শুরুতে ৬৫ দিনের নিষেধাজ্ঞার পরও বারবার আবহাওয়া খারাপ হওয়ায় তারা লাভের মুখ দেখতে পাচ্ছেন না। অনেকেই দাদন নিয়ে এই পেশায় আছেন, এখন পেশা পরিবর্তনের কথা ভাবছেন।
ট্রলার মালিকরা জানান, প্রতিটি ট্রলারে কয়েক লাখ টাকা বিনিয়োগ করা হয়। বারবার খালি হাতে ফেরার কারণে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন।
মৎস্য আড়ৎদাররাও ইলিশের অভাব ও দাম কম থাকায় বিপাকে পড়েছেন। তারা বলেন, গত কয়েক বছর ধরে ব্যবসায় লাভ করতে পারছেন না।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের আবহাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে, যা জেলেদের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫