|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০১:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ আগu ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ণ

বুধবার দিনের শেষভাগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ইডালিয়া’


বুধবার দিনের শেষভাগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ইডালিয়া’


বুধবার দিনের শেষভাগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানতে পারে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ইডালিয়া’ ক্যাটাগরি-৩। যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার এনএইচসির পূর্বাভাস বলছে, ঝড়টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড় অর্থ হচ্ছে বাতাসের গতিবেগ ঘণ্টায় অন্তত ১৭৯ কিলোমিটার হতে পারে৷ আর তাই উপকূলীয় এলাকা থেকে জনসাধারণকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে৷

এনএইচসি বলছে, প্রায় ৩২ লাখ মানুষ অধ্যুষিত টাম্পা বে এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে৷ পানির উচ্চতা আট থেকে ১২ ফুট হতে পারে। ফ্লোরিডার অন্যান্য এলাকা ও জর্জিয়ার দক্ষিণাঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে এনএইচসি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও গভর্নর রন ডিস্যান্টিস কেন্দ্রীয় ত্রাণ সহায়তা সমন্বয়ের জন্য ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন৷ হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফেমা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে৷


এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনেগভর্নর রন ডিস্যান্টিস বাসিন্দাদের সতর্ক করে বলেন, ইডালিয়া ঘূর্ণিঝড় ‘বড় প্রভাব' ফেলতে পারে৷ তাই ‘আপনাদের যা করার আছে, করুন৷ আপনাদের কাছে সময় আছে৷ আগামীকালেরও বেশিরভাগ সময় আছে৷

জনগণকে উপকূলীয় এলাকা ছেড়ে উঁচু ভূমিতে চলে যাওয়ার পরামর্শ দেন গভর্নর৷ বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী আরও উষ্ণ হয়ে ওঠায় ঝড়গুলোর শক্তি দিন দিন বাড়ছে৷

এদিকে, ফ্লোরিডার দিকে ছুটে যাওয়ার পথে ইডালিয়ার প্রভাবে কিউবার সবচেয়ে পশ্চিমাংশে ভারী বৃষ্টিপাত হয়েছে৷ ঐ এলাকায় তামাক উৎপাদিত হয়ে থাকে৷ মাত্র একবছর আগে আঘাত হানা ইয়ান ঘূর্ণিঝড়ের ক্ষতি এখনও পুষিয়ে উঠতে পারেনি৷ ওই ঘূর্ণিঝড়ে অন্তত ১৫০ জন প্রাণ হারিয়েছিল৷


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫