|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০৫ অপরাহ্ণ

মাদরাসা ছাত্রদের মানববন্ধনে ছাত্রদল-শিবিরের গুলি, দুই শিক্ষক আহত


মাদরাসা ছাত্রদের মানববন্ধনে ছাত্রদল-শিবিরের গুলি, দুই শিক্ষক আহত


হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:-



চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের জিয়াউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন চলাকালে গুলির ঘটনা ঘটেছে। এই হামলায় দুই শিক্ষক আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নজুমিয়ারহাট সড়কে মানববন্ধনের সময় এ হামলা ঘটে। পরে প্রতিবাদকারীরা মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন করেন।

 

মাদরাসা পরিচালনা কমিটি দাবি করেছে, ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুলি চালিয়েছে।
 

আহত শিক্ষকরা হলেন প্রভাষক আবু তাহের ও আব্দুর রহিম, যাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

মাদরাসার ছাত্র বাদশা মো. ইবনে আব্বাস জানান, গত বৃহস্পতিবার সকালে মাদরাসায় গিয়ে অধ্যক্ষ এসএম ফরিদকে লাঞ্ছিত করে ছাত্রদল ও শিবিরের সদস্যরা। এই ঘটনার প্রতিবাদে আজ মানববন্ধন করছিলেন সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয়রা, তখনই ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসী আবিদ এবং তার সহযোগীরা এসে গুলি চালায়। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
 

মাদরাসা পরিচালনা কমিটির সদস্য শেখ ইউসুফ বলেছেন, ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শিক্ষার্থী ও এলাকাবাসীর শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা চালিয়েছে।
 

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন খান জানিয়েছেন, মাদরাসার দুটি পক্ষের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে। অধ্যক্ষের পক্ষে এক গ্রুপ মানববন্ধন করলে অন্য পক্ষ বাধা দিয়েছে। তবে এখন পর্যন্ত গুলির অভিযোগ কেউ করেননি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫