|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ০১:২৮ অপরাহ্ণ

ওসিদের দায়িত্বে অবহেলা মেনে নেওয়া হবে না: ডিএমপি কমিশনার


ওসিদের দায়িত্বে অবহেলা মেনে নেওয়া হবে না: ডিএমপি কমিশনার


ঢাকা প্রেস নিউজ
 

যৌক্তিক মামলা গ্রহণে ওসিদের দায়িত্বশীলতার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, যদি যৌক্তিক মামলা না নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট থানার ওসিকে মাত্র এক মিনিটের মধ্যে বরখাস্ত করা হবে।
 

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে আয়োজিত অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

 

বৈঠকে এক রিকশাচালক অভিযোগ করেন, কামরাঙ্গীরচর এলাকায় তাকে মারধর করা হলেও তিনি কোনো মামলা করতে পারেননি। এ বিষয়ে কমিশনার সাজ্জাত আলী জিজ্ঞেস করেন, “আপনি কেন মামলা করেননি? মামলাযোগ্য বিষয় হলে অবশ্যই মামলা করতে হবে। যদি কোনো ওসি মামলা নিতে অস্বীকার করেন, তাহলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

 

গরীব চালকদের কষ্টার্জিত অর্থের প্রতি অন্যায় আচরণ বা চাঁদাবাজি নিয়ে ডিএমপি কমিশনার বলেন, “রিকশা বা ভ্যানে চাঁদাবাজি চলবে না। যদি কোনো পুলিশ সদস্য এ ধরনের কার্যক্রমে জড়িত থাকে, তবে তারও ছাড় নেই।”

 

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে তিনি চালকদের জানান, “বিষয়টি বিকেলেই চেম্বার আদালতে উঠবে। তাই আপনাদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
 

এর আগে, রিকশাচালকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন ডিএমপি কমিশনার।

 

গত ১৯ নভেম্বর, হাইকোর্টের একটি বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। এই আদেশের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে আসছেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা।
 

ডিএমপি কমিশনারের এ হুঁশিয়ারি এবং অঙ্গীকার দায়িত্ব পালনে নতুন গতি আনতে পারে বলে অনেকেই মনে করছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫