বিমান দুর্ঘটনায় আলোচনায় ছেদ, মুলতবি ঐকমত্য কমিশনের অধিবেশন

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সোমবার (২১ জুলাই) দিনের পরবর্তী অধিবেশন মুলতবি ঘোষণা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বিকেল সোয়া ৩টার দিকে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ এই ঘোষণা দেন।
এর আগে দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক জানিয়ে তিনি শোকবার্তা পাঠ করেন। অধিবেশন কক্ষে উপস্থিত সকলেই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং নিহত ও আহতদের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫