|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ এপ্রিল ২০২৪ ০১:২৭ অপরাহ্ণ

বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় থাকছে ভিন্নতা


বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় থাকছে ভিন্নতা


ঈদের ছুটি শেষে আবারও ব্যস্ততা বিসিবিতে। কিছুদিন পরই রয়েছে জিম্বাবুয়ে সিরিজ, এরপর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

জিম্বাবুয়ে সিরিজের চেয়েও নির্বাচকরা এখন বেশি মনোযোগী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। বিসিবির নতুন ট্রেনার নাথান কেইলির চাওয়ায় এবার ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হবে একটু অন্যভাবে। 
জানা গেছে, ক্রিকেটারদের দৌড়াতে হবে অ্যাথলেটিকস ট্র্যাকে, দিতে হবে শারীরিক নানা ধরনের ফিটনেস পরীক্ষা। ইয়ো ইয়ো টেস্টও দিতে হবে ক্রিকেটারদের। 
বিসিবির নতুন অস্ট্রেলিয়ান ট্রেনার ক্রিকেটারদের ১৬০০ মিটারের রানিং টেস্ট নিতে চান। অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড় শেষ হলেই একই দিনে মিরপুরের ইনডোরে হবে বাকি শারীরিক ফিটনেস টেস্ট। জিম্বাবুয়ে সিরিজের আগে ২-৩ দিনের একটা ছোট্ট অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনাও আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের।
উল্লেখ্য, ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। এরপরই শুরু হয়ে যাবে বিশ্বকাপের ব্যস্ততা।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫