রাস্তার কাজে অবৈধ ড্রেজার দিয়ে বালু ভরাট ঠিকাদারি প্রতিষ্ঠানের

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
নদী পাড়ের শত শত বিঘা ফসলি জমি ও বাড়িঘর হুমকির মুখে পড়েছে। উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চর বড়াইবাড়ি-এলাকার ধরলা নদীতে চলছে অবৈধ এ কর্মযজ্ঞ। হুমকির মুখে পড়েছে কৃষকের শত শত বিঘা ফসলি জমি।
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমেরপুর বাজার থেকে ভাংরির বাজার সংলগ্ন চর বড়াইবাড়ি ধরলা নদী পর্যন্ত ইটের রাস্তা পাকা করনের কাজে ঠিকাদার ভ্যাকু গাড়ী দিয়ে রাস্তা খুড়ে এবং অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে রাস্তার কাজ তড়িঘড়ি করে করছেন ঠিকাদার প্রতিষ্ঠান।
কৃষি জমি নস্ট করে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় ড্রেজার মেশিন মালিক আশরাফুল । ঠিকাদারের সাথে চুক্তি করে রাস্তায় বালুর চেয়ে বেশি পরিমান কাঁদা মাটি দেওয়ায় রাস্তার কাজে ব্যাপক অনিয়সসহ যান ও জনসাধারণের চলাচল ব্যহত হচ্ছে। কুড়িগ্রাম সদর উপজেলার প্রকৌশল বিভাগের নজরদারি নেই বল্লেই চলে।ঠিকাদার তার মনগড়া কাজ চালিয় যাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভিন বলেন, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে রাস্তার কাজ করার কোন সুযোগ নেই। আমি উপজেলা প্রকৌশলীকে জানাচ্ছি দ্রুততার সাথে ব্যবস্থা নিতে।
স্থানীয়রা জানান যেভাবে ধরলা নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে এতে ফসলি জমি ঘরবাড়ি বন্যায় নদীর দিক পরিবর্তন করে ভাঙ্গনের মুখে পড়বে অবৈধ ড্রেজার মেশিন অপসারণ করা সহ জেলা প্রশাসকের নিকট হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫