|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা


আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা


গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হতে যাচ্ছে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রবিবার দুপুর ১২টায় এ মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে, মাওলানা ইউসুফ বিন সাদ।
 

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানিয়েছেন, সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করেন, যার বাংলা তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। বয়ান শেষে শুরু হবে আখেরি মোনাজাত।
 

এ উপলক্ষে টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা শনিবার নামাজ, তাসবিহ-তাহলিল, জিকির-আজকার ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সময় অতিবাহিত করেন।
 

এবারের আখেরি মোনাজাত আরবি ও উর্দু ভাষায় পরিচালিত হবে। এর আগে, শনিবার বাদ ফজর তাবলিগের ছয় উসুলের ওপর বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ, যার তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। এছাড়া, দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচক বয়ান করেন, যা তাৎক্ষণিকভাবে বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসি ভাষায় অনুবাদ করা হয়।
 

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৫০টিরও বেশি দেশ থেকে প্রায় ১,৭০০ বিদেশি মেহমান অংশ নিয়েছেন। তাদের মধ্যে অস্ট্রেলিয়া, আলজেরিয়া, বাহরাইন, কম্বোডিয়া, কানাডা, চীন, ফিজি, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, সুদান, থাইল্যান্ড ও তিউনিশিয়া থেকে মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
 

বিদেশি মেহমানদের জন্য ইজতেমা ময়দানে বিভিন্ন ভাষাভাষী ও মহাদেশভিত্তিক পৃথক তাঁবুর ব্যবস্থা করা হয়েছে, যেখানে তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
 

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হলেও, আগামী বছর নতুন উদ্দীপনায় বিশ্ব মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় সমাবেশ আয়োজনের প্রস্তুতি আবারও শুরু হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫