|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৯:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২৯ অপরাহ্ণ

পলাশবাড়ীতে একই সাথে তিনটি দপ্তরের দায়িত্ব পালন করেছেন উপজেলা সহকারী কমিশনার ভুমি 


পলাশবাড়ীতে একই সাথে তিনটি দপ্তরের দায়িত্ব পালন করেছেন উপজেলা সহকারী কমিশনার ভুমি 


সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা  প্রতিনিধি:-



গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তফাদার একই সাথে দায়িত্ব পালন করছেন গুরুত্বপূর্ণ তিনটি দপ্তরের। উপজেলা সহকারী  কমিশনার ভুমি হয়ে ও উপজেলা নির্বাহী অফিসার না থাকায় তিনি পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।এর পাশাপাশি পলাশবাড়ী পৌর সভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন এই কর্মকর্তা। 

 

সরেজমিনে তথ্যানুসন্ধানে দেখাযায় প্রতিনিয়ত সকাল থেকে গভীর রাত পর্যন্ত, ইউএনও অফিস,এসিল্যান্ড অফিস ও পলাশবাড়ী পৌরসভা  অফিসে তাকে নিয়মিত বসতে হচ্ছে। গুরুত্বপূর্ণ এসব দপ্তরে প্রতিনিয়ত সেবা নিতে আসা শতশত মানুষকে নিরলস ভাবে সেবা দিয়ে যাচ্ছেন এই কর্মকর্তা,সেবা নিতে আসা ব্যাক্তিরা প্রত্যাশিত সেবা পেয়ে আনন্দিত। 
 

তারা জানান একজন কর্মকর্তার উপর একাধিক দায়িত্ব থাকায় সেবার মান ব্যহত হওয়ার কথা থাকলে ও বাস্তবে তা হচ্ছে না।

তার পরে ও এসব গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা পদায়ন জরুরি হয়ে পরেছে।

 

এ ব্যাপারে জানতে চাইলে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তফাদার বলেন সরকারি নির্দেশনা মোতাবেক অতিরিক্ত দুইটি দপ্তরের দায়িত্ব পালন করছি।চেষ্টা করছি মানুষকে প্রত্যাশিত সেবা দিতে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫