|
প্রিন্টের সময়কালঃ ২১ আগu ২০২৫ ০৮:০৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ আগu ২০২৫ ০১:৩০ অপরাহ্ণ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি


লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি


লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ১৭৫ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টা ১৫ মিনিটে বুরাক এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় এই বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
 

সূত্রে জানা গেছে, ফেরত আসা অধিকাংশ বাংলাদেশি ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে সমুদ্রপথে অবৈধভাবে যাত্রা করেছিলেন। মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করা এসব অভিবাসীর অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন।
 

অভিবাসনবিষয়ক সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়ন জানান, দেশে ফেরার পর আনুষ্ঠানিক কিছু কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। সব প্রক্রিয়া শেষ হলে তারা নিজ নিজ এলাকায় ফিরে যেতে পারবেন।
 

বিমানবন্দরে পৌঁছানোর পর আইওএম কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
 

এর আগে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস (লিবিয়া) জানায়, দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে দূতাবাস।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫