কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা এবং পরবর্তীতে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানাধীন কামাত আঙ্গারীয়া এলাকা থেকে মোঃ নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরী (৪৪), পিতা-মৃত সামছুল হক চৌধুরী, সাং- কামাত আঙ্গারীয়া, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত নিয়ামুল আরিফ ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের চাচা।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে নিয়ামুল আরিফ এলাকায় মাদক চোরাচালান, চাঁদাবাজি এবং নানান অপকর্মে জড়িত ছিল।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫