রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বাইরে মাটিচাপা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নস্থ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে কালমারছড়া পাহাড়ি এলাকায় লাশটি দেখা যায়। পরে উখিয়া থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, শনিবার বিকালে ছিদ্দিক আহমদ নামে স্থানীয় এক কৃষক ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এক্সটেনশনের কাঁটাতারের বেড়ার বাইরে মাটিচাপা অবস্থায় মরদেহের হাত দেখতে পায়।
বিষয়টি তিনি উখিয়া থানা পুলিশকে অবহিত করলে এসআই আব্দুল ওয়াহেদের নেতৃত্বে পুলিশের একটি টীম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে ৫/৭ দিন আগে কোনো এক ব্যক্তিকে হত্যা করে মাটিচাপা দিয়েছিল হত্যাকারীরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫