|
প্রিন্টের সময়কালঃ ২৫ এপ্রিল ২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৫ ০১:৪৯ অপরাহ্ণ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, মা-ছেলের পুনর্মিলন


দীর্ঘ প্রতীক্ষার অবসান: লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, মা-ছেলের পুনর্মিলন


ঢাকা প্রেস নিউজ

 

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর চিকিৎসার জন্য আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
 

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
 

বাংলাদেশ সময় অনুযায়ী, বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন খালেদা জিয়া। সেখানে তিনি ভিআইপি প্রটোকলের সুবিধা পাবেন।
 

তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে লন্ডনের একটি ঐতিহ্যবাহী হাসপাতালে ভর্তি করা হবে। হাসপাতালটি জাতীয় স্বাস্থ্যসেবার (NHS) অধীনে পরিচালিত এবং সেখানেই তার চিকিৎসা চলবে। বিমানবন্দর থেকে সরাসরি তাকে হাসপাতালে নেওয়া হবে।
 

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছেন, রাত ৮টায় গুলশানের বাসভবন 'ফিরোজা' থেকে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন এবং রাত ৯টায় ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
 

তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন চিকিৎসক দল, যার মধ্যে আছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মো. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুর উদ্দিন আহমদ এবং ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়া খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও তার সফরসঙ্গী।
 

দলীয় নেতাদের মধ্যে আছেন বিএনপির উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান, প্রটোকল অফিসার এস এম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার।
 

এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, দীর্ঘ আট বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার দেখা হবে। সর্বশেষ ২০১৬ সালে সৌদি আরবে ওমরাহ পালনের সময় মা-ছেলের সাক্ষাৎ হয়েছিল। এরপর থেকে নানা প্রতিবন্ধকতার কারণে তাদের আর সাক্ষাৎ হয়নি।
 

শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট নির্বাহী আদেশে মুক্তি পেয়ে খালেদা জিয়া এখন প্রথমবারের মতো বিদেশে যাচ্ছেন। কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে চিকিৎসার অনুমতি না দেওয়ায় এতদিন দেশেই চিকিৎসাধীন ছিলেন।
 

আজকের যাত্রায় দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন, যেখানে আট বছর পর তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে পুনর্মিলন হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫